শয্যা নং ২০১।


জাহিদকে ডাক্তার সাহেব ঘুমের ইঞ্জেকশন প্রয়োগে ঘুম পাড়িয়েছেন। দুদিন যাবত সে এমনিভাবে ঘুমিয়ে আছে। রত্না কে এ বিষয়ে জানানো হই অনেক পরে। এইমাত্র সে কেবিনে ঢুকেছে। বিদঘুটে গন্ধশিক্ত কেবিন। ধুসর সাদা একটা চাদর গায়ে দেওয়া জাহিদের। রত্না কয়েকবার জাহিদের নাম ধরে ডেকেছে। জাহিদের ঘুম ভাঙেনি। পাশের চেয়ারে বসে জাহিদের হাত ধরেছে রত্না। তার কন্ঠ কেপে কেপে উঠছে। সে চাইলেই নাম ধরে এখন আর ডাকতে পারছেনা। তবুও কেপে উঠা কন্ঠে গাইছে- "চলোনা যাই, বসি নিরিবিলিই। দুটি কথা বলি, নিচুগলায়। "

Comments

Popular posts from this blog

চল দলবল

গুলিয়াখালি সী বীচ গাইড