Posts

Showing posts from June, 2018

শয্যা নং ২০১।

জাহিদকে ডাক্তার সাহেব ঘুমের ইঞ্জেকশন প্রয়োগে ঘুম পাড়িয়েছেন। দুদিন যাবত সে এমনিভাবে ঘুমিয়ে আছে। রত্না কে এ বিষয়ে জানানো হই অনেক পরে। এইমাত্র সে কেবিনে ঢুকেছে। বিদঘুটে গন্ধশিক্ত কেবিন। ধুসর সাদা একটা চাদর গায়ে দেওয়া জাহিদের। রত্না কয়েকবার জাহিদের নাম ধরে ডেকেছে। জাহিদের ঘুম ভাঙেনি। পাশের চেয়ারে বসে জাহিদের হাত ধরেছে রত্না। তার কন্ঠ কেপে কেপে উঠছে। সে চাইলেই নাম ধরে এখন আর ডাকতে পারছেনা। তবুও কেপে উঠা কন্ঠে গাইছে- "চলোনা যাই, বসি নিরিবিলিই। দুটি কথা বলি, নিচুগলায়। "

প্যরানরমাল কিছু কি আছে?

Image
ভূত বা আত্মার অবস্থান পৃথীবিতে আছে কি নেই এ নিয়ে আলোচনা বা তর্কের সূচনা সেই প্রাচীনকাল থেকে। মানুষের মাঝে এ রহস্যের সমাধান করা বা পাওয়া দুটোই কঠিন। মানুষ চিরন্তন আগ্রহ নিয়ে এর রহস্য উদঘাটনের চেষ্টা করলেও তার ফলাফল বরাবর শূণ্য। বিজ্ঞান ও এ বিষয়ে তেমন নির্ভরযোগ্য যুক্তি উপস্থাপন করতে পারেনি আজো। ভূতঃ সাধারণ অর্থে অস্বাভাবিক বা স্বাভাবিক মৃত্যুর পরে সে মানুষের আত্মার পরিভ্রমণের কল্পচিত্র ভূত বলে পরিচিত। ইংরেজিতে ঘোস্ট শব্দটির প্রাচীন ইংরেজির গাস্ট থেকে উদ্ধৃত। ল্যাটিনে ‘স্পিরিটাস’ শব্দটির অর্থ হলো শ্বাস বা জোরে বাতাস ত্যাগ করা। এমন নানান ব্যাখ্যা রয়েছে। বিভিন্ন ভাষায়, সেই আদিকাল থেকেই। প্রাচ্যের অনেক ধর্মে ভূতের উল্লেখ আছে। যেমন হিন্দুদের পবিত্র গ্রন্থ বেদ-এ ভূতের কথা উল্লেখ আছে। হিব্রু তাওরাত ও বাইবেলেও ভূতের উল্লেখ আছে। উনিশ শতকে ‘ক্রিসমাস ক্যারল’ বইতে লেখক চার্লস ডিকেন্স ভূত এনেছিলেন। ভূতদের নিয়ে নানান লৌকিক কাহিনী ছড়িয়ে আছে পৃথিবীর এ মাথা থেকে ও মাথা পর্যন্ত। নিম্নে নির্ভরযোগ্য তথ্য সমেত কিছু ছবি ও তাদের রহস্যময় গল্প পাবেনঃ ভালো করে তাকালে দেখা যাবে ড্রাইভারের পেছ

প্যারানরমাল

Image
রহস্য পিপাষু মানুষের মাঝে প্যারানরমাল শব্দটি অতি পরিচিত শব্দ।  পৃথিবীর যত সংখ্যক মানুষ এসব বিষয়ে বিশ্বাস করেন। ধারণামতে তার সমান সংখ্যক মানুষ এ বিষয়ে অবিশ্বাস করেন।  বিশ্বাস অবিশ্বাসের  পাল্লা মেপেও দেখা যায় এসব বিষয়ে  কারো আগ্রহের কমতি নেই। কিন্তু এসবের অনেক কিছুই মিথ্যা। আবার এমন কিছু বিষয় আছে যা সত্য। প্যারানরমালঃ দৈনন্দিন জীবনে আমাদের সাথে ঘটে যাওয়া যে সকল বিষয়ের ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনা, সে সকল বিষয়াদি প্যারানরমাল নামে পরিচিত। যেমনঃ কোনো জিনিসের আপনা আপনি স্থান পরিবর্তন, রূপ পরিবর্তন ইত্যাদি। তবে সাধার|ণত প্যারানরমাল বলতে আমরা ভূত-প্রেত,  জ্বিন-আত্মা, কালযাদু এসব নিয়ে বেশী পরিচিত। প্যারানরমাল বিষয়টির ব্যাখ্যা একেক দৃষ্টিতে একেক রকম আসবে এটা স্বাভাবিক। এর ধার্মিক, মনস্তাত্ত্বিক এবং সাধারণ বিশ্লেষণ নতুন নতুন প্রশ্ন আর উদ্বেগ এর তৈরি করে। যা রহস্যের ঘোলাটে অধ্যায়।