প্যারানরমাল
রহস্য পিপাষু মানুষের মাঝে প্যারানরমাল শব্দটি অতি পরিচিত শব্দ। পৃথিবীর যত সংখ্যক মানুষ এসব বিষয়ে বিশ্বাস করেন। ধারণামতে তার সমান সংখ্যক মানুষ এ বিষয়ে অবিশ্বাস করেন। বিশ্বাস অবিশ্বাসের পাল্লা মেপেও দেখা যায় এসব বিষয়ে কারো আগ্রহের কমতি নেই। কিন্তু এসবের অনেক কিছুই মিথ্যা। আবার এমন কিছু বিষয় আছে যা সত্য।
প্যারানরমালঃ দৈনন্দিন জীবনে আমাদের সাথে ঘটে যাওয়া যে সকল বিষয়ের ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনা, সে সকল বিষয়াদি প্যারানরমাল নামে পরিচিত। যেমনঃ কোনো জিনিসের আপনা আপনি স্থান পরিবর্তন, রূপ পরিবর্তন ইত্যাদি।
তবে সাধার|ণত প্যারানরমাল বলতে আমরা ভূত-প্রেত, জ্বিন-আত্মা, কালযাদু এসব নিয়ে বেশী পরিচিত।
প্যারানরমাল বিষয়টির ব্যাখ্যা একেক দৃষ্টিতে একেক রকম আসবে এটা স্বাভাবিক। এর ধার্মিক, মনস্তাত্ত্বিক এবং সাধারণ বিশ্লেষণ নতুন নতুন প্রশ্ন আর উদ্বেগ এর তৈরি করে। যা রহস্যের ঘোলাটে অধ্যায়।
প্যারানরমালঃ দৈনন্দিন জীবনে আমাদের সাথে ঘটে যাওয়া যে সকল বিষয়ের ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারেনা, সে সকল বিষয়াদি প্যারানরমাল নামে পরিচিত। যেমনঃ কোনো জিনিসের আপনা আপনি স্থান পরিবর্তন, রূপ পরিবর্তন ইত্যাদি।
তবে সাধার|ণত প্যারানরমাল বলতে আমরা ভূত-প্রেত, জ্বিন-আত্মা, কালযাদু এসব নিয়ে বেশী পরিচিত।
প্যারানরমাল বিষয়টির ব্যাখ্যা একেক দৃষ্টিতে একেক রকম আসবে এটা স্বাভাবিক। এর ধার্মিক, মনস্তাত্ত্বিক এবং সাধারণ বিশ্লেষণ নতুন নতুন প্রশ্ন আর উদ্বেগ এর তৈরি করে। যা রহস্যের ঘোলাটে অধ্যায়।
Comments
Post a Comment