জয় বাংলায় আতংক
#জয়_বাংলায়_আতংক
এক সময় "জয় বাংলা" বলে শব্দ শুনলেই মানুষের মনে আলাদা রকমের একটা আশা জেগে উঠতো। দোকানপাট থেকে বেরিয়ে মানুষ রাস্তায় নামতো। গৃহিণীরা পাকেরঘর ছেড়ে আঙ্গিনায় এসে দাঁড়াত। এই বুঝি নতুন কোনো আলোর দিশা এলো।
আর এখন, ঠিক সেই একই শব্দ "জয় বাংলা"। শব্দের আওয়াজ শুনতেই এখন মানুষ দোকানের শাটার নামিয়ে দেই। সেই একই গৃহিণী জানালার কাঁচ বন্ধ করে দেই। স্কুল থেকে ঘরে ফেরার পথের 'মা' রিকশাটা থামিয়ে বাচ্চাকে নিয়ে নিরাপদে আশ্রয় নেই।
ভয় জমেছে ভীষণ। যদি বোমা ছুটে আসে গায়ে? যদি জানলার ফাঁক দিয়ে ইট এসে পড়ে ঘুমন্ত বাবুর গায়ে?
#পরিবর্তনের_বাংলাদেশ।
এক সময় "জয় বাংলা" বলে শব্দ শুনলেই মানুষের মনে আলাদা রকমের একটা আশা জেগে উঠতো। দোকানপাট থেকে বেরিয়ে মানুষ রাস্তায় নামতো। গৃহিণীরা পাকেরঘর ছেড়ে আঙ্গিনায় এসে দাঁড়াত। এই বুঝি নতুন কোনো আলোর দিশা এলো।
আর এখন, ঠিক সেই একই শব্দ "জয় বাংলা"। শব্দের আওয়াজ শুনতেই এখন মানুষ দোকানের শাটার নামিয়ে দেই। সেই একই গৃহিণী জানালার কাঁচ বন্ধ করে দেই। স্কুল থেকে ঘরে ফেরার পথের 'মা' রিকশাটা থামিয়ে বাচ্চাকে নিয়ে নিরাপদে আশ্রয় নেই।
ভয় জমেছে ভীষণ। যদি বোমা ছুটে আসে গায়ে? যদি জানলার ফাঁক দিয়ে ইট এসে পড়ে ঘুমন্ত বাবুর গায়ে?
#পরিবর্তনের_বাংলাদেশ।
Comments
Post a Comment