গুলিয়াখালি সী বীচ গাইড


সবুজ বীচের গায়ে শুয়ে থাকতে চাইলে যেতে পারেন এই জায়গায়। চট্টগ্রামবাসীর জন্য এটা তেমন দূরে নই। চাইলে যেতে পারছেন স্বল্প খরচেও।
#যেভাবে_যাবেনঃ চট্টগ্রাম থেকে যে কোনো প্রকার যানবাহনে করে এ.কে.খান মোড়ে যাবেন। তারপর সেখান থেকে নোয়াখালী গামী বাসে করে ২৫-৩০/- ভাড়ায় চলে যাবেন #সিতাকুন্ড বাজার। (ঢাকা বা বাইরে থেকে আগত সকলে যেকোনো প্রক্রিয়ায় আগে এই বাজারে আসবেন) সিতাকুন্ড বাজারের যে জায়গায় গাড়ি আপনাকে নামাবে সেখানে একটা ব্রীজ বা পুল রয়েছে। ডান/ বাম পাশ দিয়ে হেটে ব্রীজের নিচে যাবেন। আর দেখতে পাবেন সেখানে সিরিয়ালের সি এন জি রয়েছে। এই সি এন জি গুলোয় আপনাকে সে মনোরম সবুজের বীচে পৌঁছে দিতে অপেক্ষারত।
সি এন জি তে করে বীচে যেতে প্রতিজনের জন্য ভাড়া ৩০ টাকা করে বরাদ্দ। ৫জন একসাথে উঠলে রিজার্ভ ১২০/- দিয়ে হবে।
যেতে যেতে রাস্তার আশ-পাশ দেখুন কিছুক্ষন । অবশ্যই বিরক্ত হবেন। ফিল পাবেন না।
কিন্তু, পরের যা কিছু দেখবেন আপনি। তা শুধু স্মৃতিতে জমিয়ে রাখার মত।
অনুভব করুন প্রবল হাওয়া, সবুজ ঘাসের বিছানা আর বিশালাকার সমুদ্র।
#জেনে_রাখা_দরকার
১. সি এন জি থেকে নামার পরে আপনি বোট বা হেঁটে বীচে যেতে পারেন। (হেঁটে যাওয়া উত্তম)
২. যদি হেঁটে যান তবে কাঁদা মাখা পথে হাটতে হবে আপনাকে।
৩. কাঁকড়া আছে হাটার পথে। তাই দেখে চলবেন।
৪. এলাকার মানুষের সাথে ঝগড়ায় জড়াবেন না। যদি স্তানীয় না হোন তাহলে একেবারেই না। মানুষগুলো বেশ ঝামেলাবান।
৫. ঘন বর্ষার দিনে এ জায়গা বেশ। (আমার দেখা মতে)
৬. ২/৩ জন সাথে গেলে তখন মহিলা/ মেয়ে নিয়ে যাওয়া সুরক্ষিত।
আর অবশ্যই ময়লা আবর্জনা ফেলা থেকে নিজেকে বিরত রাখবেন।
চলুন হালকা পাতলা কিছু ছবি দেখে নি।

@ Al Yeacha Irfan.
https://www.facebook.com/alyeacha.irfan 






Comments

Popular posts from this blog

প্যরানরমাল কিছু কি আছে?

চল দলবল