Posts

Showing posts from April, 2018

কোটায় নির্বাচিত সংসদ সদস্যের প্রতি

Image
জনাবা মতিয়া(কোটায় নির্বাচিত সংসদ সদস্য)। রাস্তায় যেসব পোলাপাইন চিল্লায়, ওরা তো মাদরাসা থেকে আসেনাই। মাদরাসা থেকে আসলে আপনাদের ভাষায় দেশদ্রোহী, রাজাকার, রাজাকারের বাচ্চা(নতুন অধ্যায়), জঙ্গি যা ইচ্ছে বলতে পারতেন। কিন্তু, না বুঝে শুনে এটা কি বললেন? সঠিক তথ্য উপাত্ত সহ হাতেগুনা কয়েকটা মুক্তিযুদ্ধার পরিবার দেখাতে পারবেন? পারবেন না। হাজার চেষ্টা করেও পারবেন না। কেনো জানেন? কারণ, তারাও তো কোটায় নির্বাচিত মুক্তিযোদ্ধা সনদ পেয়েছে। ঠিক আপনার মত। তবে এটা সত্য যে, রাস্তায় রোদে পুড়ে যে সকল রাজাকারের ছেলেরা(আপনার নতুন ভাষায়) নিজেদের হক নিতে চিল্লাচ্ছে। তারা চাইলেই ঘন্টা খানেকের মধ্যে প্রমাণ করে দিতে পারবে যে। আপনি  # কোটায় _ নির্বাচিত_সংসদ_সদস্য । কি? ঠিক বলছিনা? বিশ্ববাজারে দেশের মানসম্মান কতটা কমিয়েছেন খেয়াল আছে? কোটা নিয়ে নাক গলাবেন না। আর এসব নাপাক মুখে "মুক্তিযুদ্ধ" শব্দটি উচ্চারণ করবেন না। # কোটা_সংস্কার_আন্দলন_চলবে # দাবী_মানতে_হবে

জয় বাংলায় আতংক

Image
#জয়_বাংলায়_আতংক এক সময় "জয় বাংলা" বলে শব্দ শুনলেই মানুষের মনে আলাদা রকমের একটা আশা জেগে উঠতো। দোকানপাট থেকে বেরিয়ে মানুষ রাস্তায় নামতো। গৃহিণীরা পাকেরঘর ছেড়ে আঙ্গিনায় এসে দাঁড়াত। এই বুঝি নতুন কোনো আলোর দিশা এলো। আর  এখন, ঠিক সেই একই শব্দ "জয় বাংলা"। শব্দের আওয়াজ শুনতেই এখন মানুষ দোকানের শাটার নামিয়ে দেই। সেই একই গৃহিণী জানালার কাঁচ বন্ধ করে দেই। স্কুল থেকে ঘরে ফেরার পথের  'মা' রিকশাটা থামিয়ে বাচ্চাকে নিয়ে নিরাপদে আশ্রয় নেই। ভয় জমেছে ভীষণ।  যদি বোমা ছুটে আসে গায়ে? যদি জানলার ফাঁক দিয়ে ইট এসে পড়ে ঘুমন্ত বাবুর গায়ে? #পরিবর্তনের_বাংলাদেশ।

Hi! I'm BRAIN

Image
Who am i? Hello!  I am the nervous emotions of animals, thinking, memory, etc. In the inflammation of the central nervous system, which is located at the forearm of the spinal cord and protected by a scalp. (Brain) Did the identity become very complicated? oky, Okay, make it easy. My name is BRAIN.  I am a soft route which consists of numerous veins. All the nerves located here are aware of their responsibilities. They never neglect their responsibilities.  Unless he has a human hand in charge.  Functions for nerves are prescribed. They keep me awake by the performance of their actions. Animals can know about their external and internal events through me. Sometimes if they feel pain or are happy, then the precautions assigned to me are awake. And I tell them to animals. Basically, the nerves perform important functions of my brain (my). In simple words I’m nothing. I’m just a nerve carrier.

২৫ ঘন্টার ব্যাপ্তিকাল

Image
হঠাৎ রক্তপাতের কথা শুনেই সিড়ি বেয়ে ধড়ফড় করে উঠে এসেছিলাম। খানিক সময় যেতে না যেতেই শুনা গেলো তীব্র চিৎকারে কান্না। সেই মুহূর্তের জন্য তোমার কান্না সবার কাছেই আনন্দের ছিলো। চোখের কোণে মুচকি অশ্রু এসেছিলো। সবাই স্বস্তি নিতে না নিতেই, "প্রবেশাধিকার সংরক্ষিত" লেখা দরজাখানা খুলে বেরিয়ে এলো সাদা পোশাকের দূত। তারপর ভিন্ন গল্প। তোমার জন্য আলাদা সাদা কাচের ঘর, বড়সড় সব যন্ত্রপাতি। তখন সবার মুখের মলিনতা আশার অপেক্ষা নিয়ে থাকে। রাত পোহায়, দরজার কিনারায়। কখন কি শুনা যায়। রাত পেরিয়ে দিন এলো, দিন পেরিয়ে সন্ধ্যা। সেই আগের সময় সিড়ি বেয়ে ধড়ফড় করে উঠে এসেছিলাম আবার। তোমার নিবিড় যত্নধারী দূতগণের সাথে নিচুগলায় আলাপ হচ্ছে বার বার। সময় তখন মাত্র ২৫ ঘন্টা। "তোমার পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছেনা" -এসব হইতো ভদ্র ভাষায় দুঃসংবাদ। তোমার কথা শুনেই আবারো চোখে, পূর্ণ অশ্রু বুকে তীব্র হাহাকার। ভেবে দেখলাম কিছু তো কেনা হইনি তোমার জন্য। চাকরীতে এমাসে একটু বেশী টাকা আসলেই তোমার জন্য কিনবো ভেবেছিলাম লাল-নীল জামা, ছোট্ট হুডি আর বাহারি জিনিসপত্র। তা না হলেও, তোমার জন্য

সে যে কি অভিমান

Image
দেখো, বিয়ে বাড়ীর কত অজস্র আলো! আমার জীবনে কি কখনো এমন আলো আসবে! আমার জীবনে কে দিবে এত আলো? তুমি কি দিবে এত আলো? - দিবো, তবে এতসব আলো না। লাগবেনা, অন্ধকারই ভালো -অন্ধকারেও আমি আছি আমার অক্ষির শ্বেত মন্ডল তখন তোমার পৃথীবীর সবচেয়ে দামী আলো হবে। "পৃথিবী" হবে বানান -তুমি তখন আর বানানের ভুল খুজবেনা তখন আমার বাহু জড়িয়ে ধরে বলবে। আমার অত সব আলোর দরকার নেই। এ আলোতে আমি সব দেখতে পাচ্ছি। শত শত হাসি, নির্ভুল নানান স্বপ্ন, আর সবুজ বিছানায় নিবিড় আলিংগন। এসব স্বপ্ন স্বপ্ন বাস্তব হবে, তবে অন্য কারো সাথে,,,, বাবা মার পছন্দে নিজের গ্রামের কোনো এক লক্ষী মেয়েকে বিয়ে করে স্বপ্ন সব বাস্তব করবা -সে তুমি যাই বলো নিলাঞ্জনা, স্বপ্ন যদি দেখতেই না দাও। তবে, পূরনের বেলায় তো কিছুই পাবোনা। আচ্ছা, একটা কথা বলোতো। ধরো বাবা-মা, সকলে তোমার জন্য মঞ্জুর। সবমিলে তুমি ঘরেও এলে, তখন তোমার স্বপ্নের শত আলো তোমাকে দিতে পারলামনা। তখন, আমার শ্বেত আলোর ঠিকানা কি তুমি খুঁজবে? আমি তোমার কাছ থেকে কিছু আশা করিনা,,, এতদিন যাবৎ যা কিছু পেয়ে আসছি সব আমার জন্য বোনাস তাই শ্বেত আলোর খোঁজও কখনো কর