চল দলবল

রোজ রোজ ঘটনা নাতিদীর্ঘ রচনা, রচে যায় রাত দিন সকালে। টক - শো সারারাত কাধ লাগে হালকা অবিরাম দোষারোপ চাপালে। আজকের কাহিনী রাতারাতি শেষ ঘটছে নতুন কিছু। আবারো সংলাপ করছি আগের মতই ছুটছি তাহার পিছু। আমাদের দেশ, এভাবেই শেষ হবে কোনো একদিন নিজে নিজে ভাবি, কি করে করি তৈরি এদেশে নতুন আবেদীন। কথা খুব অল্প, তরুণের গল্প গায়বে আপামর জনগণ। উন্নতি হবে কবে, সে ভেবে মরবেনা, তিমিরের ভাবনার দল। চলো জেগে উঠি, আগে আগে হাটি। করি দেশে গালবাজের দল বিনষ্ট। তাহলেও খুঁজে, পাইলে পাইতে পারি, দেশের খানিক অবশিষ্ট। আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে?? তাই বলি, উঠো জেগে ওহে জাগবার দল। বলি গলা ঝাড়া কন্ঠে- 'ওরে চল চল চল' @আল_ইয়াছা_ইরফান ২৯/০৫/১৭ইং রাত ০৮:০১

Comments

Popular posts from this blog

প্যরানরমাল কিছু কি আছে?

গুলিয়াখালি সী বীচ গাইড