উচ্চ মাধ্যমিক/ এইচ এস সি ভাই বোনেরা
আপনাদের প্রতি
যারা এই কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিকের ফলাফল হাতে নিয়েছেন। অনেকেই তাদের আশার চেয়ে ভালো কিছু পেয়ে গিয়েছেন। অনেকে ভালো পরীক্ষার বিনিময়ে খারাপ ফলাফল পেয়েছেন। আর অনেকে নিজেদের নাম উত্তীর্ণদের তালিকায় খুঁজে পাননি।
হতাশ হবেন না।
দেখুন আমার এই কথাটায় আপনাদের কাছে বিষ বিষ লাগবে। কিন্তু, একটু ভেবে দেখুন। যেখানে পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তিবর্গের মধ্যে প্রায় জনের কাছেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। সেখানে আপনি তো অনেকটা করেছেন। চেষ্টা তো করেছেন।
একবার শুধু শান্ত মনে ভেবে দেখুন। নিজেকে মনে করুন সে বিখ্যাত মানুষদের মধ্যে একজন। আপনিও চাইলে কিছু একটা করতে পারবেন।
সত্য কথা বলতে একটা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আপনাকে কিছুই দিতে পারবেনা। এখনকার সময়ে তো একমুঠো ভাত ও না। তাইনা?
যারা এই কিছুক্ষণ আগে উচ্চ মাধ্যমিকের ফলাফল হাতে নিয়েছেন। অনেকেই তাদের আশার চেয়ে ভালো কিছু পেয়ে গিয়েছেন। অনেকে ভালো পরীক্ষার বিনিময়ে খারাপ ফলাফল পেয়েছেন। আর অনেকে নিজেদের নাম উত্তীর্ণদের তালিকায় খুঁজে পাননি।
হতাশ হবেন না।
দেখুন আমার এই কথাটায় আপনাদের কাছে বিষ বিষ লাগবে। কিন্তু, একটু ভেবে দেখুন। যেখানে পৃথিবীর বিখ্যাত সব ব্যক্তিবর্গের মধ্যে প্রায় জনের কাছেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। সেখানে আপনি তো অনেকটা করেছেন। চেষ্টা তো করেছেন।
একবার শুধু শান্ত মনে ভেবে দেখুন। নিজেকে মনে করুন সে বিখ্যাত মানুষদের মধ্যে একজন। আপনিও চাইলে কিছু একটা করতে পারবেন।
সত্য কথা বলতে একটা প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট আপনাকে কিছুই দিতে পারবেনা। এখনকার সময়ে তো একমুঠো ভাত ও না। তাইনা?
শান্ত মনে চিন্তা করে দেখুন।
শুধু ৫মিনিট। এই ৫মিনিটে সকল ফ্রাস্টেশন , ডিপ্রেশন আর যা যা আছে কিছুই নিজের পাশে ঘেষতে দিবেন না। আপনি নিজেই এবার নিজেকে উৎসাহ দিবেন।
ভেবে দেখুন,একটা প্রতিষ্ঠান মাত্র আপনাকে রিজেক্ট করেছে। পৃথিবী তো আপনাকে রিজেক্ট করেনি। তাহলে আপনি নিজের খুশীতে পৃথিবীতে বাচুন। নিজেকে প্রমাণ করুন আপনার প্রতিভার মাধ্যমে। যা কেউ বুঝতে পারেনি আজকে।
শুধু ৫মিনিট। এই ৫মিনিটে সকল ফ্রাস্টেশন , ডিপ্রেশন আর যা যা আছে কিছুই নিজের পাশে ঘেষতে দিবেন না। আপনি নিজেই এবার নিজেকে উৎসাহ দিবেন।
ভেবে দেখুন,একটা প্রতিষ্ঠান মাত্র আপনাকে রিজেক্ট করেছে। পৃথিবী তো আপনাকে রিজেক্ট করেনি। তাহলে আপনি নিজের খুশীতে পৃথিবীতে বাচুন। নিজেকে প্রমাণ করুন আপনার প্রতিভার মাধ্যমে। যা কেউ বুঝতে পারেনি আজকে।
আর হ্যাঁ, পরিবার নিয়ে ভাবনা বাদ দিন। কয়েকদিন। জাস্ট কয়েকদিন একটু খোচাখোচি করবে। তারপর আর না।
আমি যদি উৎসাহিত করতে যায়। তাহলে দিন চলে যাবে।
কেনো আপনি আমার কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে উৎসাহিত হবেন।
সময় নিয়ে আজকে নিজেকে নিজে উৎসাহিত করুন।
আগামীকাল বদলে যাবে।
কেনো আপনি আমার কাছ থেকে বা অন্য কারো কাছ থেকে উৎসাহিত হবেন।
সময় নিয়ে আজকে নিজেকে নিজে উৎসাহিত করুন।
আগামীকাল বদলে যাবে।
হতাশা মানুষের জীবনকে নষ্ট করে দেই। কখনো হতাশ হবেন না।
নিচের লিংক টা যে করেই হোক দেখবেন।
মানুষটাকে নিয়ে ভাববেন।
আর ভাববেন আপনাকে নিয়ে।
শুভ কামনা।
মানুষটাকে নিয়ে ভাববেন।
আর ভাববেন আপনাকে নিয়ে।
শুভ কামনা।
প্রয়োজনে পাশে থাকবো আপনাদের।

Comments
Post a Comment