দখলে ফুটপাত
চট্টগ্রাম নগরীর মুরাদপুর সংলগ্ন এলাকা এলুমিনিয়াম কাম ক্রোকারিজ এর এক রমরমা বাজার। আর সে বাজার এতটাই রমরমা যে তাদের বিক্রয় সামগ্রী দোকান থেকে ফুটপাতে এসে ঠেকে। মির্জারপুল পর্যন্ত রাস্তার দু'পাশে বিস্তৃত এই মার্কেটের প্রায় প্রতিটি দোকানের বিক্রয়ের জিনিসপত্র স্তুপ করে রাখা হয় হাটা-চলাচলের পথ ফুটপাতে। যা জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। আনুমানিক যদি একটি ফুটপাত আড়াআড়ি ভাবে ১০ পা সমান হই। সেই ফুটপাতের ৭-৮ পা তাদের দখলে থাকে। আর বাকি ২-৩ পা জায়গা মানুষ চলাচলের জন্য মোটেও উপযোগী না। এই সমস্যার সমাধান করতে হলে বিষয়টির ব্যাপারে কথা বলতে হবে মালিক সমিতির সাথে। মালিক সমিতির অনুমতিতেই নাকি এমন # ফুটপাত_দখল করে ব্যবসা করার সাহস জন্মায় তাদের মাঝে। এমনটাই বলেছেন স্থানীয় একজন ব্যবসায়ী। অনিয়মের জন্য যখন জনগণ দায়ী, তখন রাষ্ট্র সে ব্যাপারে কখনোই শুধরাতে পারবেনা। কারণ, রাষ্ট্রের পক্ষে সম্ভব না প্রতিজন মানুষের মানসিকতার পরিবর্তন করা। তবুও, যেটুকু পদক্ষেপ গ্রহণের ক্ষমতা আইন শৃংখলা বাহিনীর বা ক্ষমতাধর নেতা বর্গের কাছে রয়েছে । আশা করবো আপনারা এমন অনিয়ম থেকে দেশকে রক্ষা করতে তার প্রয়োগ করবেন। ধন্য...