স্বপ্ন দিবস

তবুও শরৎ এর আকাশ, ভেসে যাওয়া নীল মেঘ তোমার বারান্দায়। ওগো মায়াবী, এসো তুমি বাইরে এসো রেখো পা তুলোর মেঘে। যেমনটা পাবে জড়িয়ে নাও, কখনো মেঘের ভিড়ে স্বচ্ছ শ্বাস কিংবা তোমার মন। যা দেখেনি কখনো নরম কাশফুল ছুঁতে পারেনি জোছনার রঙ। তুমি জড়িয়ে নাও সে আমায়, যেখানে শত বর্ষের জোছনার আলো, নির্জন দ্বীপে বাউলের গান, কিংবা পাবে আমার মন। কখনো ভয় ভেঙে সুউচ্চ শৈলের কিনারায় বসে তুমি শুনতে পাবে কবির ছন্দ। দূরের বাতিঘরের চোখ ফাকি দিয়ে নিয়ে যাবে সিন্দাবাদ সমুদ্রের ওপারে। তোমার খোলা বারান্দায়, রেখো এক সন্ধ্যা শুধু দুজনার। ২৬/০৫/১৮ ইং @আল ইয়াছা ইরফান