কোটায় নির্বাচিত সংসদ সদস্যের প্রতি

জনাবা মতিয়া(কোটায় নির্বাচিত সংসদ সদস্য)। রাস্তায় যেসব পোলাপাইন চিল্লায়, ওরা তো মাদরাসা থেকে আসেনাই। মাদরাসা থেকে আসলে আপনাদের ভাষায় দেশদ্রোহী, রাজাকার, রাজাকারের বাচ্চা(নতুন অধ্যায়), জঙ্গি যা ইচ্ছে বলতে পারতেন। কিন্তু, না বুঝে শুনে এটা কি বললেন? সঠিক তথ্য উপাত্ত সহ হাতেগুনা কয়েকটা মুক্তিযুদ্ধার পরিবার দেখাতে পারবেন? পারবেন না। হাজার চেষ্টা করেও পারবেন না। কেনো জানেন? কারণ, তারাও তো কোটায় নির্বাচিত মুক্তিযোদ্ধা সনদ পেয়েছে। ঠিক আপনার মত। তবে এটা সত্য যে, রাস্তায় রোদে পুড়ে যে সকল রাজাকারের ছেলেরা(আপনার নতুন ভাষায়) নিজেদের হক নিতে চিল্লাচ্ছে। তারা চাইলেই ঘন্টা খানেকের মধ্যে প্রমাণ করে দিতে পারবে যে। আপনি # কোটায় _ নির্বাচিত_সংসদ_সদস্য । কি? ঠিক বলছিনা? বিশ্ববাজারে দেশের মানসম্মান কতটা কমিয়েছেন খেয়াল আছে? কোটা নিয়ে নাক গলাবেন না। আর এসব নাপাক মুখে "মুক্তিযুদ্ধ" শব্দটি উচ্চারণ করবেন না। # কোটা_সংস্কার_আন্দলন_চলবে # দাবী_মানতে_হবে